আমাদের কথা খুঁজে নিন

   

আজ একটা কবিতা লিখব তোমার জন্য

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

গত তিন-চার দিন থেকে তোমার সাথে তোমার সাথে কথা বলেছি একবারও হাসনি। বরং বারবার একটি কথায় বলে গেছ- 'কেন disturb করছেন?', 'আমি ভীষণ disturb feel করছি', 'কেন ফোন দিচ্ছেন?' তুমি দেখি খুব দ্রুত সিদ্ধান্ত নিতেও জানো। ফটাফট call block এ আমাকে block করে ফেললে।

আমি অনেক কষ্ট বুকে নিয়ে দিনের শুরু করলাম। দুপুর-বেলা অপরাজেয় বাংলায় বসে যখন তোমার সাথে কথা বলছিলাম তখন মনে হল- না তুমি শুধু গোমরা মুখে কথা বলতে জাননা, তুমি হাসতেও জান। তোমার সেই হাসি ভরা মুহুর্তটুকু আমি কিভাবে বর্ণনা করব তার কোন ভাষা আমার জানা নেই। তোমার হাসিতে আমার যে কি অনুভূতি হচ্ছিল তা বলে বোঝাতে পারব না। শুধু একটা কথা বারবার মনে হচ্ছিল- তুমি হাসলে যেন একফালি চাঁদ না হাসলে পূর্ণিমা।

তোমার call block এ আমি কষ্ট পেলেও রাগ করিনি। কেন জানো? কারণ সে তুমি। "বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। " তোমার সেদিনের সেই মুহুর্তটুকু কখনও ভূলবনা। তাই- আজ একটা গান গাইব তোমার জন্য ।

আজ একটা কবিতা লিখব তোমার জন্য। আজ আবার নতুন করে বাঁচতে শিখব তোমার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।