আমাদের কথা খুঁজে নিন

   

ডে লাইট সেভিংস( দিনের আলোয় স্বপ্ন) গল্প



‌ আমদের শ্রদ্ধেয় সরকার আমাদের এক মজার গল্প তৈরী করে তা নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন এবং আমরা তা খোলা চোখেই দিখ্‌সি আহা কি মদুর স্বপন দেখি আর পরানডা জুড়াই জুড়াই যায়। দিনের বেলায় থাকে সূর্যি মামার আলো আর সরকার কাগুর বিদ্যুৎ আহা এ যেন এক স্বপ্নের দেশ এ দেশে বিদ্যুৎ যায় না শুধু এর আগমন টাই আমরা উপভোগ করি তাও আবার খুব সকালের স্বপ্নের মত। আচমকা যেন আসে আবার অল্প করে গল্প শুনিয়ে চলে যায় কয়েক ঘন্টার জন্য। আমাদের সরকার কাগুরা আবার আরো স্বপ্ন দেখাবেতাই স্বন্ধ্যা ৭.০০টায় থুক্কু ডিএলএস ৮.০০টায় পুলিশ মামাদের দারা লাঠি পেটা করে দোকানপাট বন্ধ করতে বাধ্য করে কারণ গুনী লোকের জ্ঞান অনুযায়ী দিবা স্বপ্ন দেখা বেশি ভাল না। হা আমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে সরকার কাগুর কথা মত কিন্তু একি আমরা এখন রাতে ভুতের স্বপ্ন দেখি। স্বন্ধ্যায় যায় আর সরকারী বিদ্যুৎ আসে রাত ১১.০০টায় এর মধ্যে আমরা ভুতের স্বপ্ন দেখি ও হা আমাদের ভাত খেতে দেয় সরকার কাগু ২৫মিনিটের জন্য আবার আমাদের সরকার কাগু তার বিদ্যুৎ নামের স্বপ্নটি নিয়ে যায়।আমরা আবার ভুতের স্বপ্ন দেখা শুরু করি। আর কতকাল যে এ দিবা স্বপ্ন আর ভুতের স্বপ্ন দেখাবে আমাদের সরকার কাগু তা জানিনা তবে হাপিয়ে উঠেছি স্বপ্ন দেখতে দেখতে এখন কাগু মাফকরেন।.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।