আমাদের কথা খুঁজে নিন

   

ডোলী সাজাকে রাখ্‌না ...

~ ভাষা হোক উন্মুক্ত ~
দেখতে দেখতে অগাস্টের তৃতীয় দিনটা চলেই এল। অনেকদিন আগে এই দিনে আমার ব্যাচেলার লাইফের পরিসমাপ্তি ঘটেছিল নিজের বোহেমিয়ান জীবনটাকে বিসর্জন দিয়ে আমি প্রবেশ করেছিলাম নতুন এক জীবনে, দায়িত্ব নিয়েছিলাম আরও একটি জীবনের। পরম নির্ভরতায় যে মেয়েটি একদিন আমার বাড়িয়ে দেয়া হাতটি ধরেছিলো, তার প্রত্যাশা আর স্বপ্ন পূরণের দিন ছিল আজকে। শুধু আক্‌দ পড়ানো হবে বলে সেদিন বিয়ের আয়োজন তেমন জমকালো কিছু ছিলনা। খুব কাছের কিছু আত্মিয়স্বজন আর প্রতিবেশী বরযাত্রী হয়েছিলেন।

আমরা ওর খালার বাসায় দুপুর দুটার দিকে গিয়ে পৌছাই। গেটে ছোটদের দাবী ছিল সামান্যই, একটুকরো বোকা বোকা হাসিতেই কাজ হয়েছিলো ওরা তারপর আমাকে নিয়ে গিয়ে বসায় স্টেজে, আর ভাল করে বুঝিয়ে দেয় যে এটা জাস্ট মহড়া, আসল বিপদের দিন সামনে এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে খেতে বসি সবাই মিলে। খাবারের বিশাল আয়োজন দেখে মনে হয় "কিসের কি, পাঞ্জাবীর হাতা গুটাইয়া পায়জামা ঢিলা কইরা খাইতে বইসা যাই " কিন্তু সবাই তাকিয়ে আছে বেচারা জামাইয়ের দিকে, অতি ভদ্র ভাব ধরে একটু একটু করে খেতে থাকি। আমার মোনের দুঃক্ষ বুঝতে পারে তৃষ্ণা, তিথীর ছোট বোন। কানে কানে বলে - "ভাইয়া, চিন্তার কিছু নাই, আপনার জন্য আমি টিফিন ক্যারিয়ারে দিয়ে দেব " হাফ ছেড়ে বাঁচি খাওয়া দাওয়ার কিছুক্ষন পর কার যেন মনে হয় আমাদের দুজনকে কিছুক্ষন সময় দেয়া উচিৎ।

আমাকে নিয়ে যাওয়া হয় বৌএর ঘরে, তারপর ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেবার আগে এক নানী কানে কানে বলেন "জাস্ট পাঁচ মিনিট, খালি কথা বলবা, নাথিং এলস "। নিজের কান গরম হয়ে যাওয়ার অনুভিতে টের পাই রিতিমত লাল হয়ে গেছি আমি ঘরে ঢুকে নিজের বউ দেখি। একটা লাল কাপড়ের পুটলী বসে আছে ধবধবে সাদা বিছানায়। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞ্যেস করি "আপনে কে? আমার মনে হয় বৌ বদল হইছে " বাইরে থেকে সমবেত কন্ঠে হাসির আওয়াজে বুঝতে পারি পোলাপাইন সব দরজায় কান লাগাইয়া বইসা আছে এর পরে আর কথা বলা সম্ভব? বিকেল বেলা সালাম পর্ব শেষ করে বাসায় চলে আসি। রাতে মোবাইলে টুকটাক কথা হয় বৌএর সাথে।

সেখানেও উৎসুক স্বজনের ভীড়, প্রাইভেসী বলতে কিছু নাই বিয়ের সময় সবচাইতে অসহায় প্রানী থাকে বর নিজে, তার ইচ্ছেতে কিছুই হয়না, সবার ইচ্ছে মতই চলতে হয়, যে যা করতে বলে তাই করতে হয় আজকের দিনটাকে সামনে রেখেই মনে কি পড়ে প্রিয়? সিরিজটা লিখেছিলাম। ভাল থাকবেন সবাই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.