আমাদের কথা খুঁজে নিন

   

সেই কি তবে বন্ধু?

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

আমার চারপাশে যে ছায়া, সেই কি তবে বন্ধু? আমার চারপাশে যে মায়া, সেই কি তবে বন্ধু? আমার হৃদয়ে যার কায়া, সেই তবে বন্ধু? বন্ধুর পথে হাতটা বাড়ায়, সেই কি তবে বন্ধু? ভাটির স্রোতে ঊজানে বায়, সেই কি তবে বন্ধু? বিষ ধুয়ে দেয় ফল্গুধারায়, সেই কি তবে বন্ধু? মেঘলা দিনে গরম চা, সেই কি তবে বন্ধু? বৃষ্টি ফোঁটা কচুর পাতা, সেই কি তবে বন্ধু? অন্ধকারের শুকতারাটা, সেই কি তবে বন্ধু? হাত ভরা যার ফুলের গন্ধ, সেই কি তবে বন্ধু? দুয়ার কভু রয় না বন্ধ, সেই কি তবে বন্ধু? সুখ-দুঃখের মিস্টি ছন্দ, সেই কি তবে বন্ধু?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।