আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি এলো

বৃষ্টি এলো বৃষ্টি এলো, অনেক দিন পরে। এলো বৃষ্টি গগণ উজার করে, পাঁপের প্রচন্ড উত্তাপে, ফেটে চৌচির ভু-পৃষ্ঠ, বৃষ্টি এলো, আলতো স্পর্শ দিতে। । বৃষ্টি এলো, ধুসর মরুর বুকে, বৃষ্টি এলো, ফসলের ক্ষেতে, ক্যাক্টাসের কাঁটা্য় শোভা ছড়াতে। এলো বৃষ্টি- কৃষকের বুকে স্বপ্ন জাগাতে।

। বৃষ্টি এলো, প্রিয়ার চোখে। বুকের পাজরে জামা কষ্টের তলানী ধুয়ে নিতে। এলো বৃষ্টি- ভালবাসার দামে কেনা, অবহেলা সবটুকু বুঝিয়ে দিতে। ।

বৃষ্টি এলো, আমার আকাশে, তারার মত মিট-মিট করে জ্বলা স্বপ্নগুলো, একে একে সব ঢেকে দিতে। বৃষ্টি এলো, আঁধার-কালো আনতে ডেকে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.