আমাদের কথা খুঁজে নিন

   

হায় ! পরকীয়া

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

একটা দারুণ খবর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পুরুষরাও যে নির্যাতিত হয়, সেটা কেউ হয়তো স্বীকার করবেন না। কিন্তু এবার নির্যাতিত পুরুষরা একত্রিত হয়ে প্রমাণ করেছেন, পুরুষরাও নির্যাতিত হয়। বাংলাদেশ পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন কমিটি গঠন মুন্সিগঞ্জ প্রতিনিধি: বর্তমান সমাজে নীরবভাবে অহেতুক কারণে একের পর এক পুরুষ চরম নির্যাতনের শিকার হইতেছে। স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে এ পর্যন্ত অনেক পুরুষ বলির শিকার হয়েছে।

স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অনেক পুরুষ নারী নির্যাতনের মিথ্যা মামলায় মাসের পর মাস কারা ভোগ করতে হয়েছে। দেশে নারীদের কল্যাণে সরকারী ও বেসরকারী সংস্থা অনেক কাজ করিয়া আসিতেছে এবং দেশে নারী নির্যাতন প্রতিরোধ আইনও আছে। কিন্তু দেশে পুরুষ নির্যাতন প্রতিরোধ ও পুরুষ কল্যাণের জন্য সরকারী ও বেসরকারী তেমন কোন সংস্থা নেই। তাই পুরুষ নির্যাতন প্রতিরোধ করার জন্য এবং পুরুষের কল্যাণের জন্য গত ৩০ জুলাই বৃহস্পতিবার বেলা চার ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতি অডিটিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বাংলাদেশ পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন নামে মোঃ জহিরুল ইসলামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য এস, এম দেলোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক, এস, আর রহমান মিলন সদস্য-সচিব, এডঃ ওয়ালিউল্লাহ, যুগ্ম-সদস্য সচিব, এডঃ মজিবুর রহমান বাবুল সদস্য, রতন-রনি সদস্য, মোঃ রুহুল আমিন নুহে আলম সদস্য, মোঃ নুরুল ইসলাম বাছার সদস্য, মোঃ জয়নাল আবেদীন সদস্য, সুধীর চন্দ্র মন্ডল সদস্য, আব্দুল মান্নান শেখ সদস্য। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম চলিতেছে। # আমার কথা : এই ভদ্রলোকেরা কি প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে যে, তাদের স্ত্রী পরকীয়া প্রেম করে এবং তারা নির্যাতনের শিকার ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।