আমাদের কথা খুঁজে নিন

   

---এই তবে বন্ধুতা!!!

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

বন্ধুরা, আগামীকাল ২রা আগস্ট অর্থাৎ, আগস্ট মাসের প্রথম রবিবার, "বিশ্ব বন্ধু দিবস"। লেখাটা কাল সকালে পোস্ট করা ঠিক হতো। কিন্তু, আমার যে কাল সকাল সকাল ক্লাসে যেতে হবে, এমনিতে অন্য দিনের তুলনা্য়, রবিবারে ৩০ মিনিট আগে ক্লাস শুরু। ESSEMBLY CLASS!!!! তাই সকালে উঠে আমার পক্ষে লেখা সম্ভব না। যাহোক, আমি মুল লক্ষ্যে ফিরে আসি।

কাল বন্ধু দিবস উপলক্ষ্যে আপনাদের সবার সাথে আমার প্রিয় কিছু শেয়ার করি। ------------------------বন্ধুতা কী?------------------------------ বন্ধুতো সেই জন, যে ধারন করবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর। তাকে দেখেই তোমার চোখে মুখে জাগবে ধ্বনিত ধৈবত। তুমি বুঝতে পারবে, আলো, আলো আসছে....! তার নিজস্ব ভুমিতে তুমি শস্য রোপন করবে গভীর ভালোবাসায় আর সঠিক সময়ে শস্য উত্তোলন করবে অবারিত কৃতজ্ঞতায়। সে হবে তোমার ঐশ্বর্য যা তোমাকে দান করবে জীবনের উষ্ঞতা।

যখন সে তার হৃদয় উন্মুক্ত করবে তোমার কাছে যত অন্ধকারই হোক তা , তুমি ভয় পেয়ো না আর বন্ধুকে কখনো 'না' বলোনা। যখন সে মৌন তখন কিছুটা সময় তাকে একা থাকতে দাও। তার নিজস্বতাকে তুমি তছনছ করোনা। ------------------শরতের স্নিগ্ধ আলো হও...... ---------------------------------------বৈশাখের খরতাপ হয়োনা। বন্ধুরা তো সেই স্বর্গীয় অমরাবতী যেখানে অপার্থিব আনন্দের মধ্যে পাখি ডাকা নিস্তব্ধতায় জন্ম নেয় ---------------------------------------------স্বপ্ন , ইচ্ছা, আকাঙ্ক্ষা।

বন্ধুতায় কখনো দূরত্ব সৃষ্টি হলে ভেঙে পড়োনা। -------------সাময়িক দুরত্বে --------------------- বরং, অনুভূতি আরো স্পষ্ট হয়, যেমন সমতল থেকেই সবচেয়ে ভালো দেখা যায় পাহাড়চূড়ো। বন্ধুতায় কখনো প্রাপ্তির প্রত্যাশা রেখো না। ওটা তবে বন্ধুতা নয়। -------------------------------------বন্ধুতা তো সংজ্ঞাহীন, -------------------------------বেহিসেবি অনুভূতির আশ্চর্য অনুবাদ।

তুমি তোমার সবচে ভালো যা কিছু তা উৎসর্গ করো বন্ধুর জন্য। সে যদি তোমার আবেগে ভাটা দেখে-- জানিয়ে দাও এরপরই জোয়ার আসবে। তাকে কখনো মৃত্যু, হাহাকার, ধ্বংস দেখিওনা। বন্ধুর ভেজা হাতের আঙুল ছুঁয়ে তুমি বেঁচে উঠো, তোমার হাত বাড়িয়ে তাকে বাঁচিয়ে তোলো। তোমার দুঃসময়ে তাকে সহযোগিতার সুযোগ দাও কিন্তু, নিজেকে কখনো মূল্যহীন করোনা।

আর দুজন পরস্পরকে আলোকিত করো। যে আলোর ভেতরে সব রঙের উৎসার ঘটে। সে আলো অনিঃশেষ ও শান্তিকামী। এ সব কিছুই জীবনকে দেয়, ---------------কোমল সকাল, -------------------------------স্নিগ্ধ সজীবতা-- আর এসব নিয়েই বন্ধু.............. ....................এই তবে বন্ধুতা। [ কাহলীল গিবরান -এর "দি প্রফেট" থেকে অনুবাদকৃত] -------------------------------------------------------------------- কথাগুলো পেয়েছিলাম, 'ভোরের কাগজ' পত্রিকা হতে আজ হতে কয়েক বছর পূর্বে।

কথাগুলো আমার ডাইরীতে তুলেছিলাম। মাঝে মাঝেই পড়ি, ভালো লাগে। আজ "বন্ধু দিবস ২০০৯" এ তুলে দিতে ইচ্ছে হলো, সব বন্ধুদের সাথে শেয়ার করলাম। ...............................সবাইকে অগ্রীম বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন বন্ধুরা, যে যেখানে আছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।