আমাদের কথা খুঁজে নিন

   

দেহ মিশেনা, মিশে যায় অনুভূতিহীন কবর



(সজল শর্মা আপনার সৃজিত প্রতিটি পংক্তি পড়েই মুগ্ধ হই, আচ্ছন্ন হই অপার ভালো লাগায়। আমি এক অন্ধকবি, রোদের দেয়াল হাতড়ে বেড়াই ছায়ায় ছায়ায়। আমার অক্ষম হাতে রচিত অতি কয়েকটি লাইন আপনার প্রতি, আপনার লেখা অসম্ভব ভালোলাগা স্তবকগুলোর প্রতি। ) ১. তিন পেগ নির্জলা মদে গলা ভিজে রক্ত ভিজেনা, চাঁদের আলোয় স্নান শেষে পিয়াসী হরিণেরা আসে কেপেঁ ওঠে জল। ষোল বছর পর শুনি বাবার মায়াবী কন্ঠস্বর 'সোনা ভালো আছিস? অশ্রু সামলে রাখিস...' দেহ মিশেনা, মিশে যায় অনুভূতিহীন কবর মিশে গেছে বাবার কবর। কবির রক্তে মিশে মদ.... ২. বেঁচে থাকা এক তুমুল নেশা এই নেশায় বুঁদ সাবাই, শরাব খেয়ে হয় কে মাতাল জানেনা খোর সাঈদ সাঁই!! ৩. প্রথম পেগ ঈশ্বরের করুনা চেয়ে দ্বিতীয় পেগ ভালোবাসার গান গেয়ে তৃতীয় পেগ কষ্ট তুমি কাছে থাকো এরপর প্রতি পেগে সুখ ছবি আঁকি সারারাত এরপর প্রতি পেগে জেগে ওঠে আমার জান্নাত। ৪. ধীরে ধীরে সর্ন্তপনে আসে চাঁদ আজ মাতাল জোৎস্নায় দশদিকে ভেসে যাবে সব, তুমি আজ থাকো বা না থাকো পাশে তোমাকে লক্ষ্য করেই অন্ধকবি সাজায় উৎসব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।