আমাদের কথা খুঁজে নিন

   

স্যারের মাথায় পানি ঢালা



আমি তখন ঢাকা স্টেট কলেজে পড়ি। থাকতাম হোস্টেলে। আমাদের হোস্টেলের সুপার এর নাম ছিল রবিউল বারি। তিনি আমাদের কলেজের রাস্ট্রবিজ্ঞানের শিক্ষক। উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ি।

আমার দুই বন্ধু একজন সাগর আর একজন রিয়েল। এর মধ্যে সাগর খুবই হিংসুটে সে প্রায়ই ওর পড়া শেষে অন্যরা কি করে দেখতে যেত। আর রিয়েল প্রায় সবসময়ই পড়ত। সাগর তার পড়া শেষে রিয়েলকে বিরক্ত করত। একদিন রিয়েল বিরক্ত হয়ে ভাবল আজ সে সাগরকে বিরক্ত করবে।

তো যে কথা সে কাজ। সন্ধ্যা থেকেই রিয়েল সাগরের রুমে টোকা দিয়ে চলে যায়। সাগর তখন বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। হোস্টেলে আবার দরজা বন্ধ করা নিষেধ। দরজা বন্ধ করাতে রিয়েল এবার দরজায় গিয়ে জোরে জোরে শব্দ করে।

সাগর এবার সিদ্ধান্ত নিল সে রিয়েল এর মাথায় পানি ঢেলে দিবে। বলা প্রাসঙ্গিক আমাদের হোস্টেলের দরজার উপরে যথেষ্ট পরিমানে ফাকা যায়গা আছে। সাগর পানি নিয়ে প্রস্তুত রিয়েল আসবে আর তার মাথায় ঢেলে দিবে। কিন্তু দৃশ্যপটে তখন আসলেন বারি স্যার। দরজায় টোকা পরতেই সাগর পানি ঢেলে দিল ব্যাস স্যার ভিজে গেলেন।

স্যার দরজা খোলার অপেক্ষা করলেন না। সোজা নিচে চলে গেলেন। ঐ দিন কিছুই বললেন না। কিন্তু আমারা সকলেই জানতাম বিষয়টা। এমনই আর অনেক মজার বিষয় আছে আমার হোস্টেল জীবনে।

সেগুলু লিখব অন্য কোন দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.