আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সাইফুর ভাই

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সুধীমন্ডলি, আজকে একটি বিশেষ দিন। ইতিহাসের এই দিনে, আলেক্সান্দ্রিয়াতে যুদ্ধে মার্কাস এন্টনিকাস অক্টেভিয়ানের বিরদ্ধে একটি ছোট্ট বিজয় লাভ করেন। এই দিনেই ক্রিস্টফার কলম্বাস ত্রিনিদাদ এর মাটিতে পা রাখেন। এবং আজকেরই এই দিনে আওরঙ্গজেব মুঘল সম্রাট হিসেবে স্বীকৃতি পান। তবে আদতে আমাদের জন্যে এগুলো নগন্য ব্যাপারই বটে… কারন আজকে হ্যারী পটারের জন্মদিন---কাট কাট কাট--- দুঃখিত, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ কারন আজকে সাইফুর কাছিমের জন্মদিন আর এই উপলক্ষে আমরা সহব্লগারদের নিয়ে আয়োজন করেছি এক ম্যাগাজিন অনুষ্ঠানের নাম---না খাওয়াইলে কিন্তুক বইলা দিবো টুটুল: ছোটবেলা থেকেই লজ্জা নারীর ভূষণ বলে জেনে এসেছি তবে ব্লগে এসে সাইফুর আমার সে ভুল ভেঙ্গে দিয়েছে।

সে কেন সামনে আসতে চায় না তা আজও বুঝলাম না। টুশকি: আমার একটু জানার ইচ্ছা ছিলো, সাইফুর ভাই কোনদিন: ১) কাছিমের ডিম ভেজে খেয়েছে কিনা ২) সাকিরার অটোগ্রাফ নিয়েছে কিনা ২) কাউসের (কাছিম উন্নয়ন সংস্থা) উর্ধ্বতন কর্মকর্তা আক্কাস ব্যাপারীর সাথে একসাথে পান খেয়েছে কিনা। যা যা দেখতে চাই: কাছিমকে দেশীয় সংস্কৃতির সাথে একাকার হয়ে দেখতে চাই। পাঞ্জাবী, শেরওয়ানী পরিহিত কাছিমকে বাজারের ঝোলা হাতে দেখতে চাই। মানুষ: সাইফুরের উপর আমি অনেক কারণেই বিরক্ত।

তবে এই মুহূর্তে কিছুই মনে আসছে না জানেনই তো আমার কিছুই খেয়াল থাকে না। তবে ওকে আমি একটা কারণে ওকে কখনোই মাফ করতে পারবো না। ওর জন্য আমি প্রতিশোধ নিতে পারি নি। আলী আরাফাত শান্ত: হইলো.. তিনি নিজেরে অনেক জ্ঞানী ভাবেন। নিজে যেইটা বলে সেইটা ছাড়া অন্যদের কথার কোন মূল্য দেয় না।

এইটা আমার কথা না নাইম মামার কথা! একরামূল হক শামীম: আসলে সাইফুর ভাইয়ের কথা বলতে গেলে আমার চোখে সবসময় একজন আদর্শ ইমোশন্যাল মানুষের ছবি ভাসে। উনাকে কিছু বলার আগেই উনাকে কাঁদতে দেখেছি। ভীষণ ভাল লাগে উনার এই ব্যাপার টা। তবে ইদানীং উনাকে প্রায়ই ব্যস্ততার কথা বলে আমাকে এ্যাভয়েড করতে দেখি যা ভাল লাগে না। চানাচুর: রাশেদ ভাইয়া সাইফুর ভাইয়াকে কোরবানীর গরু বললে কিচ্ছু যায় আসে না আমি বললেই দোষ! তানজু: লোকটা ভালোই ছিলো।

আগে সবাই মিলে আড্ডা দিতাম। তখনো উনি এতো গোপন স্বভাবের হয়ে যান নাই। এর পর থেকে দেখা গেলো উনার খোঁজ পাওয়া যায় না তো যায়-ই না! তারপর যখন আসতেন, এক কথা, ফোন আসছিলো। ওনার বড় ভাইয়ের বিয়ে কথা নাকি চলছিলো… কিন্তু এর মাঝে উনার কেন ফোন এ ব্যস্ততা বাড়লো আল্লাহ মালুম। জেরীতো বললো উনি নাকি পাত্তাও পায় না! আউলা: সাইফুর ভাইয়ের একটা ই দোষ সে খুবই নিরীহ।

আর তাকে পাম দিলেই ভুলে যায়। আরো লিখবো পরে। জেরী: সাইফুরের কথা বলতে যদি এককথায় বলতে বলেন তবে আমি বলবো কেবলা, গরু আর গাধা। তবে যদি সাইফুর সম্পর্কে একটা ডিটেইল ফর্মাল পোস্টের এক্সিকিউটিভ সামারি চান তবে বলবো...সে ফুটানিতে এক্সপার্ট। সারাদিন ক্ষিধে লেগেছে বলে পেটুক এটা প্রকাশ করে।

বুইড়া চেহারার তাই মেয়েরা তাকে পাত্তা দেয় না আর তার প্রেম ও হয় না। বি.দ্র: অনেকেরই মন্তব্য নেয়া হয় নি তাড়াহুড়ার জন্য। সবাইকে আহবান করছি আপনারা মন খুলে সব বলুন আমি এ্যাড করবো। ধন্যবাদ পোস্টের কিছু অংশ লিখেছেন: তানজু রাহমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।