আমাদের কথা খুঁজে নিন

   

আয় আর-একটিবার আয় রে সখা...(প্রথম পর্ব)



গতকাল বেশ কয়েকদিন পর স্কুলে গিয়েছিলাম। আমার পুরানো জায়গা...দীর্ঘ সময় এই স্কুলে কাটিয়েছি...খানিকটা নস্টালজিক হয়ে গিয়েছিলাম। স্কুলে কেন ডেইলি যেতে হয়, সেটা নিয়ে কী আপত্তি ছিল আমার! অথচ এখন, স্কুল ছাড়বার পর, সেই স্কুলে ফিরে যাবার কি ব্যাকুলতা! যাই হোক, এটা মোট্টেও কোন দুখি দুখি লেখা না। এটাকে একটি পরীক্ষামূলক (প্রায়)রম্যরচনা হিসেবে চালিয়ে দেব বরং। ২০০৬ সালের মাঝামাঝিতে আমি একটা ডায়রি পাই, গিফট হিসেবে।

ছোট সাইজের একটা ডায়রি, একেবারে পিচ্চি। এখন বছরের মাঝখানে কিভাবে ওটার সদ্ব্যবহার করা যায় সেটাই ভাবতে লাগলাম। আগেই বলে রাখি, আমি তখন ক্লাস এইট এ পড়ি। ক্লাস এইট টা এমনিতেই অনেক ভাল গেছে...আমাদের ক্লাসটা ছিল সবচেয়ে মজার। আমার লেখার খানিকটা অভ্যাস তখনও ছিল।

ফলে আমার এবং ক্লাসে আমার তাবৎ খাতিরের মানুষদের উৎসাহে ঠিক করা হল, ওই ডায়রিতে আমাদের ক্লাসেরই বিভিন্ন ঘটনা লেখা হবে (অফ পিরিয়ডে কিংবা বোরিং ক্লাসগুলার ফাঁকে)। ওই ডায়রি ঘাটতে গিয়ে মনে হল এখানে কিছু অংশ তুলে দেই। আমার ফ্রেন্ড...ক্লাসমেটদের নাম অপরিবর্তনীয় থাকল। শিক্ষক-শিক্ষিকাগণের নাম দেওয়াটা নিরাপদ না। আগেই বলে রাখা ভাল, আমি তখন মাত্তর এইট এ পড়ি...ফলে লেখাও তেমনই...হে হে! Date: 03.09.06 Time: 12:10 p.m Place: Classroom English 1st paper ক্লাসে ম্যাডাম বইয়ের exercise গুলা করতে বলেছেন।

আমি যে কী করছি তা বোঝাই যাচ্ছে। মৌমিতা আস্তে আস্তে পেছন দিকে step by step হাঁটতে হাঁটতে ম্যাডামের চোখ এড়িয়ে বের হতে গিয়ে একচা চেয়ারের সাথে বাড়ি খেল। ও যা করে...সেদিন আমাদের অতি প্রিয় (!) X ম্যাডাম ওর যন্ত্রণায় অতিষ্ট হয়ে শেষে এত করুণ স্বরে বললেন, "মেয়েটা আমাকে এত জ্বালায় কেন?" যে মৌমিতা নিজেই দুঃখ পেয়ে গেল। শাপলা স্কুলে আসেনি। ওদের বাসার ওদিকে মিছিল না কি জানি হবে...তাই মনে হয় মার খাওয়ার ভয়ে আসেনি।

অবশ্য ওকে মারতে গেলে মানুষ উল্টা মার খেয়ে ৪/৫ টা হাঁড়-হাড্ডি ভেঙ্গে ফিরে আসবে। বহ্নি 'তিন গোয়েন্দা' পড়ছে। পূর্ণিকে কিসের যেন নাম্বার দেখার জন্য সামনে ডাকা হল। ও বলল, "আসতেসি তো, আসার একটু সময় দিবানা!" তাই তো...ওকে তো চার-পাঁচদিন সময় দিতেই হবে...। আনিকা (এটা আমি না কিন্তু!) as usual অর্থহীন কথা বলছে।

ও পারেও...কয়েকদিন আগে টিফিন পিরিয়ডে আমরা সবাই মিলে বসে গল্প করছি, এমন সময় দেখি ও বিনা কারণে একটা চেয়ার টেনে টেনে নিয়ে যাচ্ছে! আচ্ছা, ক্লাস শেষ হচ্ছেনা কেন? মজার ঘটনা বলি, সেদিন ধর্ম ক্লাসে মৌমিতার পাশে বসলাম। ও হঠাৎ করে বলল, "ইবলিস নামটা কি সুন্দর, না?" যাই হোক, আর লেখা যাবেনা। পরে লিখব। হাত ব্যাথা করছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।