আমাদের কথা খুঁজে নিন

   

শুমেখার এর প্রত্যাবর্তন



সুমি ওরফে মাইকেল শুমেখার এর ভক্তকুলের জন্য এটা একটা অবিশ্বাস্য সংবাদ ই বটে। গত হাঙ্গেরীয়ান গ্রাঁ প্রী তে ফেরারির চালক ব্রাজিলিয়ান ফেলিপে মাসা র মারাত্তক দুর্ঘটনার পর যখন নিশ্চিত হয় যে তার রেসিং এ ফেরত আসা সুদুরপরাহত, তখন ই ফেরারির বিপদের সময় সুমি তাদের ত্রানকর্তার ভুমিকায় অবতীর্ণ হলেন। তবে এটা শুধু মাত্র মাসা এর সুস্থ হওয়া পর্যন্ত। সুমি অবশ্য এই কাম ব্যাক কে অনেকটা ঋণ শোধ হিসেবে দেখছেন। এই ফেরারি রেসিং কার এর অসাধারন পারফরম্যান্স সাথে তার দুরদান্ত ড্রাইভিং স্কিল দুএ মিলে সুমি আজ জীবন্ত কিংবদন্তি। উল্লেখ্য সুমি ২০০৬ মৌসুমে অবসরে যান। এখন এই ৪০ বছর বয়সে এবং প্রায় আড়াই বছর অবসরে থাকার পর তার এই প্রত্যাবর্তন কতটুকু সাফল্য বয়ে আনবে তাই দেখবার বিষয়। তারপর আবার মনে রাখার বেপার হল এইবারের ব্রাউন এবং রেডবুল এই কার গুলার পারফরম্যান্স। কাজেই আমরা এবার একটা জম্পেশ সেকেন্ড হাফ অফ দা সিসন আশা করতে পারি। তথ্য সূত্র: SKYSPORTS

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।