আমাদের কথা খুঁজে নিন

   

আরো এক ধাপ এগিয়ে যেতে হবে



সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শুধু এখানেই থেমে থাকলে চলবে না। পার্বত্য চট্টগ্রামের সকল থানায় পরিদর্শক থেকে শুরু করে সাধারণ সিপাহী পর্যন্ত নিয়োগ আদিবাসীদের মধ্য থেকেই দিলে ভবিষ্যতে আরো বেশী সুফল পাওয়া যাবে। আমাদের ভুলে গেলে চলবে না যে বৃটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম স্বায়ত্তশাসিত অঞ্চলই ছিল। তাতে কি বৃটিশ কি পাকিস্তান কোন সরকারেরই অসুবিধা হয়নি। বরঞ্চ নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়েই তথাকথিত রাজনৈতিক নেতারা ও পূর্ববর্তী সরকারগুলো পার্বত্য চট্টগ্রামের শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। আশা করি বর্তমান সরকার এদিকে আশু নজর দেবে যাতে করে পরগাছারূপী সুবিধাবাদীর দল আর পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলার আর প্রয়াস না পায়। নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।