আমাদের কথা খুঁজে নিন

   

এইদিনে ভিনসেন্ট দুটিডানা পেলেন এবং মহানশূন্যতার কাছে উড়ে চলে গেলেন

নর্দমার রাত, হিরন্ময় তাঁত
আজ ২৯ জুলাই। এইদিনে ভিনসেন্ট দুটিডানা পেলেন এবং মহানশূন্যতার কাছে উড়ে চলে গেলেন। তিনি ২৭ জুলাই নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ভিনসেন্ট ভ্যানগগ। আমার মতে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পি।

তিনি এক এবং অদ্বিতীয়। একজন শিল্পির মধ্যে যতোগুলি গুণ থাকা দরকার সবি তার মধ্যে ছিলো। যা আর কারো মধ্যে ছিলো না। শিল্পকলার ছাত্র হিশেবে এইটুকুই বলতে পারি, গুহাচিত্রের যুগ থেকে আজ পর্যন্ত তার মতো শিল্পির জন্ম হয় নি পৃথবীর কোথাও। হবে বলেও মনে হয় না।

তিনি আকাশ থেকে নীল, গমক্ষেত থেকে সোনালি এবং রাইক্ষেত থেকে হলুদ নিয়ে ছবি আঁকতেন। http://en.wikipedia.org/wiki/Vincent_van_Gogh তার আঁকা ছবি The Starry Night নিয়ে গান: Click This Link Click This Link Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.