আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে দুর্লভ প্রজাতির চিতা বাঘের সন্ধান লাভ

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বাংলাদেশে বিলুপ্ত দুর্লভ প্রজাতির চিতা বাঘের সন্ধান পাওয়া গেছে। পরিবেশবীদরা বলছেন, বাংলাদেশের বনে এই ধরণের দুর্লভ প্রাণীর সন্ধান পরিবেশ সংরক্ষণের জন্য ইতিবাচক লক্ষণ। বাংলাদেশের পাহাড়ি বিভাগ চট্টগ্রামের একটি জেলা রাঙ্গামাটি। এই জেলার মিয়ানমার এবং মিজোরাম সীমান্তের একটি গ্রামে এই চিতা বাঘের শাবকের সন্ধান পায় পরিবেশবাদীরা।

তিন সপ্তাহ আগে মায়ের সঙ্গে দুইটি চিতা বাঘের শাবক লোকালয়ের কাছে চলে আসে। এলাকবাসী জানায়, ঐসময় চিতা বাঘিনি একটি বানর খাচ্ছিল। গ্রামবাসী একটি শাবককে ধরতে সক্ষম হয়। শাবকটির বয়স তিন মাস। বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার নির্বাহী প্রধান প্রফেসর আনোয়ারুল ইসলাম সংবাদ সংস্থাকে জানান, শাবকটিকে তারা যখন গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে তখন সে সুস্থ অবস্থায় ছিল।

গ্রামবাসী শাবকটিকে একটি খাঁচায় আটকে রেখেছিল। প্রফেসর আনোয়ারুল বলছেন, কোন বন্য প্রাণী ধরতে পারলে সাধারণত গ্রামবাসী তা বিক্রি করে দেয়। কিন্তু গ্রামবাসীকে বোঝানোর পর তারা চিতা শাবকটিকে ছেড়ে দিতে রাজি হয়। তিনি বলছেন, বাংলাদেশে যেভাবে বন উজাড় করা হচ্ছে, তাতে নষ্ট হয়ে গেছে অনেক প্রাণীর বাসস্থানই। তবে এই চিতা শাবকের উদ্ধার এটি নিশ্চিত করে যে, বাংলাদেশে এখনো চিতা বাঘ বিলুপ্ত হয়ে যায়নি।

আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংঘ এর পরিসংখ্যান অনুযায়ী, পুরো বিশ্বে বর্তমানে একলাখের মতো চিতা বাঘ রয়েছে। যার বেশিরভাগই আছে, উত্তর এবং উত্তর পূর্ব এশিয়াতে। বাংলাদেশের বনে, সর্বশেষ চিতা বাঘ দেখা গেছে ২০০৫ সালে। তথ্যসূত্র এখানে -
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.