আমাদের কথা খুঁজে নিন

   

দিন বদলের গল্প (কোন এক বেইশ্যার কানে কানে)

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব

ষাট লক্ষ সূর্যের সুইচ চিরতরে অফ করে দিয়ে একদিন তোমার সবুজ ললাটে এঁকেছি লাল টিপ- লিখেছি জোছনার স্বরলিপি; অথচ তোমার কপালে আজ দাবানল- পুড়ে পুড়ে ছাই হয়ে গ্যাছে চাঁদের একেকটি ভ্রুণ আর বিনামূল্যে বিক্রি হয়ে যায় কাউয়ার কাছে কোকিলের দিন বদলের গান। ভোরের রোদের মত কোমল তোমার বুকে উর্বরতা ফিরিয়ে দিতে একদিন ঝরিয়েছি রক্তবৃষ্টি- এনেছি নূহের প্লাবন শিরায় শিরায়; অথচ তোমার স্তনে আজ দুধরাজ সাপের আস্ফালন- দূরে বসে পায়ের উপর ঠ্যাং তুলে নৃপতি চাটে মাখনের ঘটি আর তোমার সন্তান তৃষিতই থেকে যায় অধিক জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।