আমাদের কথা খুঁজে নিন

   

তিন জেলায় হরতাল কাল, চার জেলায় বুধবার

আগামীকাল মঙ্গলবার কুমিল্লা ও ফেনীতে সকাল-সন্ধ্যা এবং জয়পুরহাটে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আর আগামী বুধবার চট্টগ্রাম ও চাঁদপুরে সকাল-সন্ধ্যা এবং গাইবান্ধা ও নরসিংদীতে আধাবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিবাদে এই হরতালের ডাক দেয় বিএনপি। আজ সোমবার স্থানীয় বিএনপি পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো পাঠানো খবর:

কুমিল্লা: আজ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রথম আলো ডটকমকে কুমিল্লায় মঙ্গলবারের হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে হরতালের ডাক দেওয়া হয়।

ফেনী: জেলার দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলায় মঙ্গলবার হরতাল ডাকা হয়। বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল হরতালে সমর্থন জানিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন কালকের হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট: জয়পুরহাটে কাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম: আগামী বুধবার চট্টগ্রাম মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ বিকেলে ছাত্রদলের এক বিক্ষোভ কর্মসূচি থেকে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশে শাহাদাত্ হোসেন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের কাছে আতঙ্কের নাম তারেক রহমান। তাই সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে।

এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু গণমানুষের নেতা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। সরকারের সব অপতত্পরতার জবাব দেওয়া হবে।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মঞ্জুরুল আলম, এস এম সালাহউদ্দিন, কামরুল ইসলাম, নগর ছাত্রদলের নেতা গাজী সিরাজ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল কাজীর দেউড়ি থেকে এনায়েত বাজার হয়ে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে গিয়ে শেষ হয়।



চাঁদপুর: চাঁদপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: আগামী বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলায় আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। আজ বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা আলোচনা শেষে হরতালের ঘোষণা দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।

নরসিংদী: আগামী বুধবার নরসিংদীতে আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।