আমাদের কথা খুঁজে নিন

   

১৮+ পোষ্টের ব্লগারগণকে পিটানো নিষ্প্রয়োজন

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আমার পূর্বের পোষ্টে ( ব্লগ কতৃপক্ষকে কিছু নীতিমালায় পরিবর্তন আনার অনুরোধ এবং ১৮+ পোষ্টের ব্লগারগনকে পিটাইয়া চামড়ায় কোনোকিছু না লাগাইবার অনুরোধ ) যাদের সাথে আমি খারাপ ব্যাবহার করেছি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার ব্যাবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ”১৮+ পোষ্ট” সবসময়ই তর্কের সৃষ্টি করবে। সময়ে সময়ে অনেক ব্লগার ১৮+ পোষ্ট নিষিদ্ধ করার দাবি জানাবেন। কিন্তু তা এই ব্লগে কোনোদিন নিষিদ্ধ হবে কিনা নিশ্চিতভাবে বলতে পারলাম না।

কেননা, এইসব ১৮+ পোষ্টের জনপ্রিয়তা সাধারণ পোষ্টের চেয়ে একটু বেশিই হয়ে থাকে. . . ব্লগকে সাময়িক আনন্দ দান করে। সাময়িক আনন্দকে প্রাধ্যান্য দিলে ব্লগ কতৃপক্ষ কখনোই “১৮+ পোষ্ট” নিষিদ্ধ করবে না। আমার দ্বিমত বিভাগে আরও কিছু পোষ্ট দেয়ার ইচ্ছে ছিলো। দেখি সময় পেলে পোষ্ট করবো। আর গতো পোষ্টের শেষের দিকের মন্তব্যগুলো সময় করে পরতে হবে।

তবে আমি ভালো করেই জানি পড়লে হয়তো মেজাজ খারাপ হয়ে যাবে। মনটা আজ একটু ভালো, তাই মনটা খারাপ করতে চাচ্ছি না। সময় সুযোগ করে অবশ্যই পরে পড়বো. . . আমার তেমন কিছুই বলার নেই, আমি শুধু নিশ্চিত করে এইটুকু বলতে পারি যারা ১৮+ পোষ্টকে সমর্থন করছেন তারা একদিন হলেও অনুভব করবে এর প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। এখন হয়তো রিক্সাওয়ালা জোরে রিক্সা চালালে কিছু বলা হয়ে উঠে না, মনে হয় বলে বসি আরও জোরে চালাও. . . কিন্তু একদিন হয়তো রিক্সাওয়ালাকে বলতে হবে, “ভাই একটু ধীরে চালাও, কষ্ট হচ্ছে. . .” যাদের সাথে খারাপ ব্যাবহার করেছি তাদের প্রতি ভালোবাসা নিবেদন করছি . . . এই ব্লগে ১৮+ পোষ্ট চলুক . . . সবাই ভালো থাকবেন. . . - সুমন আহমেদ [Dil Se. .]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।