আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগাইল দেওল ব্লগালীয় হামীমীও মাদ্রাসায়

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

কাম নাই ঘরে বসে কুপোকাত টিপেটিপে বর্ষামন্ডলী বিশাল বৃষ্টি রাশী সঙ্গে নিয়া নগর বন্দর রাস্তাঘাট জলাশয়ে পরিপুর্ন। সামু তে ব্লগারদের উপস্থিতি প্রমাণ করছে যে আসন্ন বন্যা পৃর্বাবাস সরকারী ভাবে বলে দেয়া যায় এই বৃষ্টি আজ সারা রাত হবে। তবে কাল সূর্য উকি মারিতে পারে। বেসরকারী ভাবে বলিতে গেলে বলতে হয় এই নিম্নচাপ জনিত বৃষ্টি বেশ কিছুদিন নিম্নচাপ জনিত কারনে বঙ্গোপসাগরে অবস্থান করিতে পারে। তাই ঘরে ঘরে চিড়া মুড়ি গুড় সংগ্রহ করে রাখার জন্যে অনুরোধ করিতেছি।

তার সাথে ডায়রিয়া রোগ বালাই প্রতিরোধে খাবার স্যালাইন সংগ্রহ করা জরুরী। খাবার পানি ফুটিয়ে খাবেন। সারা দেশে বৃষ্টিপাত হইতেছে। সংকট মোকাবিলায় জেলা-প্রশাসকদের মিটিং গুরুত্ব পূর্ন সিদ্ধান্ত গৃহিত করিয়া সবাই সবার জেলায় চলিয়া যাওয়া জরুরী। কারন তারা যদি পরে আবার পানি বন্ধী হইয়া পড়ে তাহলে ত্রান কার্যক্রম একেবারে স্থবির হইয়া পড়িতে পারে।

ত্রান কার্য পরিচালনার জন্যে আলাদা শক্তিশালী রেসকিউ টিম গঠন করা জরুরী। সেচ্ছাসেবক বা সেনাবাহিনী দিয়ে এই কাজ নিয়মিত ভাবে প্রতি বছর করা ঠিক হইবে না। একটি আধুনিক রেসকিউ টিম গঠন করা জরুরী হয়ে পড়েছে। তাকে বা তার ক্ষমতা ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের উপর ন্যাস্ত করলে এই কাজ তদারকি এবং নিয়মিত বিভিন্ন ত্রান যেমন ভিজিএফ বয়স্কভাতা সহ তার সাথে জড়িত সব কার্যক্রম এই বাহিনী দ্বারা পরিচালনা এবং ডাটা সংগ্রহ করা খুবই সহজতর হবে বলে আমি মনে করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.