আমাদের কথা খুঁজে নিন

   

মতিয়া আপা কালেমা তো পাঁচটা আপনি চারটা বলেছিলেন যে

আপনজন ইসলামের পাঁচটি কালেমা আছে। প্র্ত্যেক মুসলমানের এই ৫ কালেমার প্রতি ঈমান আনতে হয়। আমি ছোট বেলা থেকেই শুনে এসেছি প্রত্যেক মুসলমানদের ৫ কালেমার প্রতি ঈমান আনতে হয়। এমনকি কোন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে হলেও এই ৫ কালেমা পড়েই মুসলমান হতে হয়। কিন্তু আমার এতো দিনের এই ধারণা, জ্ঞানার্জনকে ভুল প্রমানিত করেছেন মতিয়া চৌধুরী।

গত ৯ এপ্রিল আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধরী বলেছেন তিনি (তার সাথে শাহবাগীদের কথাও উল্লেখ করেছেন) চার কালেমার প্রতি ঈমান এনেছেন। তাই তাদেরকে আর নাস্তিক বলা যাবে না। আমরাও কাউকে নাস্তিক বলতে চাই না। কেননা আমরা চাই ওলি-আওলিয়াদের পূন্যভূমি বাংলাদেশে কেন নাস্তিকরা থাকবেন। তবে আমার প্রশ্ন হলো মতিয়া চৌধুরী ৪ কালেমার কথা বলেছেন।

তাহলে কি তিনি ৫ কালেমার মধ্যে একটি কালেমার প্রতি ঈমান আনেন নি? আর সেই কালেমাটি কোনটি সেটিও তার কাছে জানতে চাই। দফা করে কি মতিয়া আপা বলবেন, আপনি কোন কালেমার প্রতি ঈমান আনেননি। আর আপনার শাহবাগীরাও কোন কালেমার প্রতি ঈমান আনেননি। একটি কালেমার প্রতি ঈমান না আনলে মুসলমান থাকে এটি কোথায় পেয়েছেন তাও জানতে চাই আপনার কাছে। অবশ্য এর আগেও আমি এই ব্লগটি লিখেছিলাম সে সময় অনেকেই প্রতিবাদ করেছিলেন।

তাই আবারও এটি লিখলাম এবং পাঁচ কালেমা সংযুক্ত করে দিলাম। ১. কালিমায়ে ত্বাইয়্যিবাহ- لا اله الا الله محمد رسول الله صلی الله علیه وسلم (লা.. ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অর্থঃ আল্লাহ পাক ছাড়া কোন ইলাহ (মা’বুদ) নেই, আর সাইয়্যিদুনা মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক-এর রসূল। ২. কালিমায়ে শাহাদাহঃ اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلی الله علیه وسلم (আশহাদু আল্লা.. ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে; আল্লাহ পাক ছাড়া কোন ইলাহ্ (মা’বুদ) নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই সাইয়্যিদুনা মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আব্দ (বান্দাহ) ও রসূল। ৩. কালিমায়ে তাওহীদঃ لا اله الا انت واحدا لا ثانی لک محمد رسول الله صلی الله علیه وسلم امام المتقین ورسول رب العلمین. (লা.. ইলাহা ইল্লা আংতা ওয়াহ্ দাহ লা.. ছানীয়া লাকা মুহাম্মাদুর রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইমামুল মুত্তাক্বীনা ওয়ার রাসুলু রব্বিল আলামীন) অর্থঃ আপনি (আল্লাহ পাক) ছাড়া কোন ইলাহ্ (মা’বুদ) নেই।

আপনি এক, আপনার কোন দ্বিতীয় নেই। আর সাইয়্যিদুনা মুহম্মদুর রসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুত্তাক্বীনগণের ইমাম ও সমস্ত জগতের রব-এর পক্ষ থেকে রসূল। ৪. কালিমায়ে তামজীদঃ لا اله الا انت نورا یهدی الله لنوره من یشاء محمد رسول الله صلی الله عیه وسلم امام المرسلین وخاتم النبین. অর্থঃ আপনি ছাড়া কোন ইলাহ্ (মা’বুদ) নেই। আপনি আলো দানকারী। আল্লাহ পাক তাঁর নূর (বা অনুগ্রহ) দ্বারা যাকে ইচ্ছা হিদায়াত দান করেন।

আর সাইয়্যিদুনা মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সস্ত নবী রসূল আলাইহিমুস সালামগণের ইমাম ও সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামগণের শেষ। سبحان الله والحمد لله ولا اله الا الله والله اکبر ولا حول ولا قوة الا بالله العلی العظیم. অর্থঃ আল্লাহ পাক পুতঃপবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই জন্য। আল্লাহ পাক ছাড়া কোন ইলাহ (মা’বূদ) নেই। আল্লাহ পাক মহান। কেউই ফিরে থাকতে পারে না ও কারো কোনই শক্তি নেই সুউচ্চ ও মহান আল্লাহ পাক-এর সহায়তা ও শক্তি ব্যতীত।

৫. কালিমায়ে রদ্দে কুফরঃ اللهم انی اعوذبک من ان یشرک بک شیئا واستغفرک ما اعلم به ومالا اعلم به تبت عنه وتبرأت من الکفر والشرک والمعاصی کلها واسلمت وامنت واقول ان لا اله الا الله محمد رسول الله صلی الله علیه وسلم. অর্থঃ আয় আল্লাহ পাক! আমি আপনার সাথে কোন কিছুর শরীক (অংশীদার) করা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আপনার কাছে জানা ও অজানা সমস্ত শিরকী গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি এবং তা থেকে তওবা করছি। আমি কুফরী, শিরেকী ও সকল প্রকার গুণাহকে পরিত্যাগ করছি। আমি ইসলাম গ্রহন করছি। ঈমান গ্রহণ করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ পাক ছাড়া কোন ইলাহ (মা’বূদ) নেই, আর সাইয়্যিদুনা মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক-এর রসূল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.