আমাদের কথা খুঁজে নিন

   

ডুবে মরো শহরবাসি, নোংরা পানিতে ডুবিয়ে রাখো তাদের মুখ



ডুবে মরো শহরবাসি। নদী দখলের শাস্তি, পুকুর ভরাটের মজা। বৃষ্টির পানিতে তরতাজা কলমিলতার ফাঁকে খুশীতে নেচে ওঠা ব্যাঙ ঘ্যাগো ঘ্যাগে করে অভিশাপ দিচ্ছে। ‌যারা পুকুর ভরাট করে, যারা কোটি কোটি অনুজীবের বাসস্থান ধংশ করে, হে প্রভু তাদেরও ধংশ করো......অবশ্য প্রজাপতি আর ফড়িংরা বলছে না আমরা অতটা চাই না, অন্তত নোংরা পানিতে বন্দী থাকুক মানুষগুলো বুঝতে শিখুক... প্রকৃতি শত্রুতা চায় না বন্ধুত্ব চায়। আমি বলি কি সকল মানুষকে দোষ দাও কেন বাছা... এতো ক্ষমতাধর রাজনীতিবিদ, ডেভলপারদের কাজ তারচে বরং ওদের মুখটা নোংরা পানিতে ঘাড় ধরে ডুবিয়ে রাখো কিছুক্ষন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.