আমাদের কথা খুঁজে নিন

   

অয়ি কিশোরী:: "সরস সতী" কাব্যগ্রন্থ থেকে

কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা

[[ শুরুর কথা: বন্ধুরা, ২০০৮ বইমেলায় "সন্দেশ" থেকে প্রকাশিত আমার "সরস সতী" কাব্যগ্রন্থের কবিতাগুলো ক্রমানুসারে এ-ব্লগে দিতে চাই। যাঁরা এর আগে পড়বার সুযোগ পাননি, তাঁরা পড়বেন, এবং আপনাদের পাঠ-প্রতিক্রিয়া জানাবেন-- এই প্রত্যাশা। আজ প্রথম কবিতা "অয়ি কিশোরী" দিলাম-- অবনি অনার্য ]] অয়ি কিশোরী অবনি অনার্য এই কিশোরীর নেই কি শরীর কিম্বা মন মধুর জ্যৈষ্ঠে বধূর ওষ্ঠে চন্দ্রবন মরমে তাকালে শরমে আকালে কান্তো ঘোর শ্রাবণদিনের পাবন চেনে কি পান্থ মোর কুসঙ্গগুণে কে সংগোপনে অঙ্গ চায় বর্ষাকালে কে ফর্সা গালেতে ভ্রম ঘোচায় এহেন বিহানে সে কেন বিহনে পাইতে চায় এ-বোশাখ ভুলে যে পোষাক খুলে নাইতে যায় কিশোরীর চোখে বাঁশরির শোকে জল কাটে সুরে সুরে কেলি উড়ে উড়ে খেলি অলকাতে কেন হেসে খেলে যেন ভেসে গেলে কার টানে কে বোঝাবি আসি বেহিসাবি হাসিটার মানে ------------------------------------------------ অবনি অনার্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।