আমাদের কথা খুঁজে নিন

   

ওরে সেল্ফ মোটিভেটেড ঢুলি মানে কিরে ?

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

এম. বি .এ ক্লাসের এক টিচার সুযোগ পেলেই নিজের কীর্তিকলাপের বর্নানা করেন। কোন হলের প্রোভস্ট থাকার সময় ছাত্রদের কিভাবে সামলেছেন.. ক্যাডারদের কিভাবে ঠান্ডা করেছেন... কার কার সাহায্যে ঝাপায় পড়েছেন.... বউয়ের কাপড় সেলাই সমস্যাও কিভাবে সমাধান করে দিয়েছেন... ইত্যাদি। স্যারের বহুমুখী প্রতিভার দাপট আর তার সবিস্ত্বত বর্ননায় আমাদের অবস্থা খারাপ । সেদিন ক্লাশ শুরুর আগে এই নিয়ে আলোচনা হচ্ছিল। এর মধ্যে শফিক হটাৎ বলল , উনি একটা সেল্ফ মোটিভেটেড ঢুলি ....!!!! আমরা হতবাক। ও ব্যখ্যা করল যে উনি নিজের ঢোল নিজে বাজান, নিজে নিজেই মোটিভেটেড হয়ে বাজান। আমরা সবাই তীব্র হাসিতে ফেটে পড়লাম। এখন কেউ নিজের একটু প্রশংসা নিজে করলেই তাকে বলি... ব্যটা সেল্ফ মোটিভেটেড ঢুলি!! সংক্ষেপে এস.এম.ডি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।