আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণিমার মধ্যে মৃত্যু



একদিন চাদঁ উঠবে না, সকাল দুপুরগুলো মৃতচিহ্নে স্থির হয়ে রবে একদিন অন্ধকার সারা বেলা প্রিয়বন্ধু হবে একদিন সারাদিন সূর্য উঠবে না। একদিন চুল কাটতে যাবোনা সেলুনে একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো একদিন কালো চুলগুলো খসে যাবে, একদিন কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না। একদিন জনসংখ্যা কম হবে এ শহরে ট্রেনের টিকিট কেটে একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না একদিন পরাজিত হবো। একদিন কোথাও যাবো না, শূণ্যস্থানে তুমি কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্ণিমার রাত্রে মরে যাবো। একদিন সারাদিন কোথাও যাবো না। নির্মণেন্দু গুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।