আমাদের কথা খুঁজে নিন

   

ফোন চার্জ হবে সাইকেলে

সত্যের পথে সবসময়

মোবাইল ফোন ব্যবহার-কারীদের জন্য সুখবর। এখন বিদ্যুত না থাকলে বা বিদ্যুত নেই এমন জায়গায় মোবাইল ফোন চার্জ দেয়া নিয়ে আর টেনশন করতে হবে না। কারণ, কেনিয়ার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বিদ্যুত ছাড়াই মোবাইল ফোন চার্জ দেয়ার যন্ত্র আবিষ্কার করেছেন। এ যন্ত্র বাইসাইকেলের সঙ্গে লাগিয়ে রাখতে হয়। বাইসাইকেল চালানোর সময় যে শক্তি উতপাদিত হয় তা দিয়েই এ যন্ত্র ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করা যাবে। জেরেমিয়াহ মুরিমি (২৪) ও পাসকাল কাতানা (২২) নামে দুই ছাত্র বলেছেন, গ্রামাঞ্চলের বিদ্যুত নেই এমন এলাকার লোকজনের কথা ভেবেই এ যন্ত্র তৈরি করা হয়েছে। জেরিমিয়াহ মুরিমি আরো বলেছেন, আমরা দুজনই গ্রাম থেকে এসেছি, আমরা গ্রামের লোকদের সমস্যা বুঝি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।