আমাদের কথা খুঁজে নিন

   

জলে ভেজা বালির শয্যায়



শেষ সূর্যের আলো নতজানু হলে খুব বাঙ্ময় হয়ে ওঠে অর্ধনত মুখের লালিমা। জলের উল্লাসে ঊরু থেকে সরে গেছে স্কার্ট লো-কাট জামার উৎপাত সমস্ত আকাশ উপুড় হয়ে দেখে যাচ্ছে উন্মুক্ত স্তনের গরিমা। বুকের ভেতর থেকে উচ্চারিত আবেগের নীলা ঝরে পড়ে ফোঁটা ফোঁটা সপ্রতিভ জলের ধরনে পরিকীর্ণ জলের উচ্ছাস শিউরে শিউরে যায় আনন্দের,আবেগের,দর্শনের অতল ঐক্যতানে। অপসৃত অন্ধকারের দেয়াল অতিক্রম করে যারা দেখে স্বপ্নের স্নিগ্ধ মুখ তাদের মতন করে দেখি স্বপ্নাচ্ছন্ন তোমার নিবিড় আনন নিমগ্ন,জলে-ভেজা,প্রতিফলিত আলোয়-ভাসা মোহন প্রলয়। নীল জল ছুঁয়ে যায়-উলোট পালোট করে যায় যেন অপসৃত আনন্দকে বয়ে এনে ফেলে রাখে জলে ভেজা বালির শয্যায়। (কালি ও কলম-এর সৌজন্যে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।