আমাদের কথা খুঁজে নিন

   

সনি হলের ডাকাত... এদেরকে সামলাবে কারা ???

বাংলা লেখা পড়তে যে কি মজা !!!!

অনেকদিন আগের কথা। মনপুরা দেখতে গেছিলাম সনি সিনেমা হলে (মিরপুর ১)। এই সিনেমা হ্ল সম্পর্কে আমার আগে খুব বেশি ধারনা ছিল না। ভাবলাম বাসার কাছের হ্ল, ঝামেলা করে আর দূরে যাওয়ার কি দরকার!! যাই হোক, তিন দোস্ত মিলে গেলাম সনি হলে। টিকেট কাটার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে।

আমরাও লাইনে দাড়ালাম। টিকিট এর দাম ২০ টাকা আর ১০ টাকা। মাত্র ৩০ মিনিট পর শো শুরু হবে। কিন্তু তখোনো কাউন্টার খোলেনি। এদিকে আমাদের পাশেই এক লোক ২০ টাকার টিকিট ৬০ টাকায় বিক্রী করতেছে।

আমরা চিন্তা করলাম যে শো শুরু হওয়ার আগে অবশ্যই কাউন্টার খুলবে। কিন্তু হায়, শুধু সময় চলে যায়, কাউন্টার খোলার নাম নেই। এর মধ্যে ওই ব্লাকার এর উপর তো আমরা ক্ষেপে বোম হয়ে আছি। চোখের সামনে এইরকম ডাকাতি সহ্য হছিলো না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে সিনেমা দেখতে পারি আর না পারি, ওই ডাকাতের কাছ থেকে টিকিট কিনবো না।

এদিকে মনের মধ্যে শুধু মনে হছে যে, সত্যিই কি কাউন্টার খুলবে না? থাকতে না পেরে ওই হলের এক দোকানদার কে শুনলাম যে আসলেই কাউন্টার খোলে কিনা। সে আমাদের অবাক করে দিয়ে বলে যে, বহুদিন হলো কাউন্টার খোলে না। সবাই এইভাবেই সিনেমা দেখে। কখোনো ২০ টাকার টিকিট ৪০ টাকায় আবার কখোনো আরো বেশী দামে বিক্রী হয়। কি আর করা!! প্রচন্ড রাগ নিয়ে আমরা চলে আসলাম।

দূরে দেখলাম দুই জন পুলিশ দাঁড়িয়ে ছিলো। ইচ্ছা হচ্ছিলো তাদের দিয়ে ওই ডাকাত টাকে ধরায় দেই। কিন্তূ আমাদের দেশের পুলিশ এর উপর বিশ্বস করার কালচার তো আমাদের নেই। তবে ডকাত টার ছবি তুলে এনেছিলাম। পোষ্ট এর নিচে ছবিটা দিলাম।

পরে আমি মাঝে মাঝে সনি হলের দিকে তাকাই। দেখি আসলেই কাউন্টার বন্ধ এবং এখনো সেই ডাকাত টা টিকিট বিক্রী করে যাচ্ছে। হয়তো এবারের রেট হয়তো ৫০ টাকা অথবা ১০০ টাকা। বিঃ দ্রঃ সেদিন আমরা পরে বলাকায় গিয়ে ১০০ টাকা দিয়ে সিনেমা দেখেছিলাম। খরচ বেশি হলেও একটা শান্তি ছিলো যে অন্যায় এর কাছে মাথা নিচু করিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।