আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু থেমে যাবে একদিন



সবকিছু থেমে যাবে একদিন আমাদের আপাত নিবিড় সখ্যতার দুটিপায়ে এখনো কোনো এক তেজস্বী সফর করে প্রতিদিন, আর আমাদের সুখের লগ্ন বুকের ভেতরে এখনো বয়ে চলে উর্বর পলি, বিশুদ্ধ নগরীর জন্মবার্তা ও একজন কারো চিঠি নিয়ে.... এখনো আকাশ থেকে মেঘেদের উচ্ছিষ্ট ঝরে পড়ে ঝরে পড়ে সাগরের কন্যা হয়ে যায় ঐ কন্যার বুকে নিষিদ্ধ যৌবন ঐ কন্যার মনে নিষিদ্ধ ভ্রমর ঐ কন্যার আত্মায় আছে নিষিদ্ধ শয়তান তথাপি বর্ম ছিঁড়ে যায় তথাপি একটু ঘনিষ্ঠ হতে, একটু কাছে পেতে পৃথিবী এবং তার তাবৎ জন্মদাতা কবিসমূহ কী এক বিস্মৃতির ঘোরে পড়ে কর্দমাক্ত হয় বেঘোরে কর্দম তার অণু পরমাণু সুখের পরশে চুমে দেয় একদিন তাই মেঘেরা বিদ্বান, বিদগ্ধ পেটুক প্রাচীন কন্যারা ঝরে প্রৌঢ়ত্বে অথচ কর্দমসংলগ্নতা কবিদের ঘুম এনে দেয় পৃথিবীর ঘুম এনে দেয়... তারা ধুলি হয়ে ঝরে পড়ে তারা ধুলি হয়ে ঘুমিয়ে পড়ে... ব্রক্ষ্মাণ্ডে... এইসব নকল সখ্যতা একদিন.... কোনো একদিন... থেমে যাবে... থেমে যাবে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।