আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! -- এই পোস্টটি সম্বন্ধে আমার মন্তব্য

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

(নিজের ব্লগে পোস্ট না দিয়ে বিশাল বিশাল সব মন্তব্য লিখেই সময় শেষ করে দিই । অনেক কষ্ট করে যেহেতু লিখি আর একেবারে যে ফালতু কথা বলি তা কিন্তু না । তাই ভাবলাম আমার মন্তব্যগুলোই পোস্ট হিসেবে ব্লগে প্রকাশ করে দিই । ) মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! Click This Link বুঝায় যাচ্ছে প্রচুর সময় দিয়েছেন এটার পেছনে । অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর এই পরিবেশনার জন্য।

শুধু শিরোনাম টার সাথে একটু দ্বিমত আছে আমার । এটা যদি শুধু বাচ্চাদের লক্ষ্য করে করা হয়ে থাকে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু গনিতবিদ কথাটি আমরা যে প্রেক্ষিতে মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, সেরকমভাবে মৌমাছির ক্ষেত্রে ব্যবহার না করাই ভাল । কারণ হচ্ছে biological neural network এ শুধু Heuristics ব্যবহার করে সমস্যার সমাধান করা হ্য় । আপনার নিশ্চয় জানা আছে, neural network এর Heuristics গুলো কিভাবে কাজ করে ।

মানুষের ক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দেয়া যায়। ধরুন আপনি আপনার মেয়েদের সাথে ব্যাডমিন্টন খেলছেন, শাটল ফিদারটা যখন আকাশে আপনার ব্রেইন কিন্তু গনিত আর পদার্থবিজ্ঞানের সব সূত্র কষে আপনার মোটর নিউরনকে কমান্ড পাঠায় না । এখানে আপনার নিউরাল সিস্টেম কিছু সহজ নিয়ম মেনে চলে, যেমন আপনার তাত্ড়ক্ষণিক অবস্থান(মাটি থেকে আপনার দুই চোখের উচ্চতা) থেকে শাটল ফিদারটার অ্যাঙ্গেল টা আনুমানিক কত শুধু এই তথ্যের উপর নির্ভর করে আপনার মোটর নিউরনকে কমান্ড পাঠায়। এখন প্রশ্ন হলো, কিভাবে হিসাব করা হয় এই অ্যাঙ্গেল টা? কোন ভাবেই না । পুরো সিস্টেমটা কাজ করে অনুমানের উপর ।

আর এর ভিত্তি হয় ছোটবেলায়, যখন আমরা বার বার হাঁটতে যেয়ে পড়ে যায়, বা মা যখন আমাদের সাথে লুকোচুরি খেলেন তখন (আরো হাজারটা উদাহরণ দেয়া সম্ভব তবে আইডিয়াটা বুঝতে পেরেছেন নিশ্চয়)। cognitive neuroscience এর জগতে গত ১৫ বছরে এত কিছু আবিস্কার হয়েছে যে, এখনও কারো সময় হয়ে উঠেনি পুরোনো বইগুলোকে সে অনুযায়ী সংশোধন করার । গনিত কোন natural science না । এটা সম্পূর্ণই দর্শন । আমাদের মনের তৈরি করা এক হাতিয়ার যা আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের চারপাশের জগত আমাদের মনের তৈরি করা এই কৃত্রিম আইন মেনে চলেনা । আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।