আমাদের কথা খুঁজে নিন

   

৬ আগস্ট দিবাগত রাতে শবে বরাত



বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ আগস্ট দিবাগত রাতে লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “বৃহস্পতিবার হিজরি ১৪৩০ সালের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ আগস্ট (১৪ শাবান) দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত।” ইসলাম ধর্মে লাইলাতুল বরাত বা ‘সৌভাগ্যের রাত’ একটি অসীম পূণ্যময় রাত। এর দুই সপ্তাহ পর পবিত্র রমজান মাস শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহ উদ্দিন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামালউদ্দীন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান খান প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।