আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্য - দ্বিপদী পঞ্চক



১ লগ্ন যে যায়! ভগ্ন আশায় মগ্ন থেকে হয় কিছু? শেষটাতে সব চেষ্টা জলে, রেশটা দুঃখের রয় পিছু। ২ চিত্ত যদি বিত্ত লোভে নিত্য বাসনায় থাকে শান্তিছাড়া ক্লান্তিবিহীন ভ্রান্তিগুলো পায় তাকে। ৩ রুক্ষ মেজাজ মূখ্য এখন, দুঃখ শোকে ফাঁস খাবে তর্ক নয় আর দরকষাতে ঘরকুণো আক্কাস ভাবে। ৪ জৈষ্ঠ্য মাসের কষ্ট তাপে নষ্ট ধানের বীজতলা ঈশাণপানে কিষাণ দেখে নিশান ভয়ের - নিস্ফলা ৫ পর্দাতে খবরদারী তার, জর্দাতে সুঘ্রাণ মুখে পাঞ্জাবীতে মাঞ্জা, আবার গাঞ্জা টানেন প্রাণ সুখে এই কাব্যগুলো অন্য একটি ব্লগসাইটে প্রকাশিত হয়েছিল। সাম ইন এর নীতিমালা পরিপন্থী কিনা জেনে দেখিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।