আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহরেখা! হাতের তালুতে ভাজি, খাই ও বমি করি

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

এক্কেরে হাতের কিনারে থাহে বিয়ারেখা বা প্রেম বা ভালুবাসা রেখা। তয় কইয়া রাখি সবসময় এই রেখা দেখলেই ফাল দিবেন না কারন হইল এইটা বিবাহ নির্দেশ নাও করতে পারে। মাঝে মইধ্য এক বা একাধিক বিপরীত লিঙ্গের লুক মনে দাগ কাটলে বা বিয়া ঠিক হইলেও তা না হইয়া ভাইঙ্গা যায় তাতেও কইলাম এই বিয়া রেখা দেখা যায়। তয় দুখের কতা হইল একাধিক রেখা থাকলেও একাধিক বিয়া হয় না । একটা সুখবর বিয়া বা প্রেম যদি জীবনে একাধিক হয় তাইলে কইলাম একাধিক রেখা থাকবো।

যেইটা বেশি গভীর হইব সেটাই বিয়া রেখা হইব। তয় সাবধান নিজের বউয়ের চেয়ে যদি অন্য কারো প্রতি বিশেষ মনবাসনা থাকে তাইলে কইলাম বিয়া রেখা ছাড়া অন্য রেখা আইব। কুন বয়সে বিয়া হইতে পারে: বিয়া কুন বয়সে হইব তা জানতে হইলে হৃদয়রেখা থেইক্যা কনিষ্ঠার গোড়ার রেখা পর্যন্ত ৫০ বছর ধরতে হইব! হৃদয়রেখা থেইক্যা কনিষ্ঠার দুরত্ব যদি মইঝ বরাবর হয় তাইলে ২৫শে বিয়া হইব। তয় সুখবর হইল হৃদয়রেখার যত কাছে এই রেখা থাকবো ততই জলদি বিয়া নিশ্চিত । আর যদি মাঝামাঝি থেইক্যা রেখাটা আরেকটু উপরে হয় তাইলে বুঝতে হইব বিয়া ২৮, ৩০, ৩৫ বা আরো দেরীতে হইব।

এবার বিস্তৃত আলুছনা: ১. আপনার বিয়ারেখা যদি দুইঠা হয় একটা বরো একটা ছুঠু তাইলে বরোঠা বুজায় যে বিয়া ঠিক আর ছুঠু ঠা বুঝায় বিয়া ঠিক হইয়া ভাইঙ্গা যাওন বা প্রেম নির্দেশ করে। ২. বিয়ারেখার উপরে যদি যব(ত্যাড়াব্যাকা রেখা) থাহে তাইলে এইঠা কষ্টকর বিয়া অশান্তি আহে। ৩. বিয়ারেখার মাইঝখানে যদি কাটা বা ফাঁক থাকে তাইলে কইলাম ছারাছারি বা বউ জামাইয়ের কেউ না কেউ মইরা যাইতে পারে। ৪. বিয়ারেখা যদি কুনু কারনে কনিষ্ঠার লগে দেহা করে তাইলে অনেক সমস্যা বিয়া হয়না। ৫. বিয়ারেখা যদি লম্পা হইয়া রবির কাছে চইলা যায় তাইলে উচ্ছ বংশে বিয়া হয়, বহুত ভালা হয় আর কি।

বাকীগুলান পরে লিখমু.... *(লেখকের হস্তরেখা বিষয়ক ভন্ডামীতে বিশেষ কুনু গিয়ান নাই, তাই প্রশ্ন করিয়া অহেতুক ঝামেলা করিবেন না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.