আমাদের কথা খুঁজে নিন

   

একটা লিরিক সংশোধন করতে সাহায্য করুন!!!!!!!!!!

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

ট্যান্টালাসের এক পোষ্ট থেকে আমার অসম্ভব প্রিয় একটা গান পেলাম , সেটার লিরিক লেখার চেষ্টা করলাম। অনেক ভুল আছে মনে হয়। কেউ কি একটু সংশোধন করে দিবেন? কাল জলে উছলা তলে উঠল সনাতন আজ চারানা কাল চারানা পাই যে দরশন। নদীর ধারের চাষে বধু মিছেই কর আশ ধীরি ধীরি বাকা নদী বইছে বার মাস। কাল জলে উছলা তলে উঠল সনাতন আজ চারানা কাল চারানা পই যে দরশন।

চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢেলেছি ঘী নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি? চালোর চুলা লম্বা কোচা গুলি গুলি যায় দেখি সামের দিতে সোনা কার ঘরে সামায়। মেদনী পুরের আয়না চিড়ন বাকুরারই ফিতা যতন করে বাধলি মাথা তাও যে বাকা সিথা। মেদনী পুরের আয়না চিড়ন বাকুরারই ফিতা যতন করে বাধলি মাথা তাও যে বাকা সিথা। বেজ পারিয়া রাজকুমারীর গলায় চন্দ্র হাড় দিনে দিনে বারছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কাল আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা।

কাল জলে উছলা তলে উঠল সনাতন আজ চারানা কাল চারানা পাই যে দরশন। কাল জলে উছলা তলে উঠল সনাতন আজ চারানা কাল চারানা পাই যে দরশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.