আমাদের কথা খুঁজে নিন

   

''বাগধারা''পাত



ছয়। আকাশ পাতাল ভাবা আকাশ পাতাল ভাবি খাচ্ছি কেবল খাবি স্বপ্নগুলো পালায় প্রাণ বাঁচেনা জ্বালায় ! সাত। আকাশ ভেঙ্গে পড়া আকাশ ভেঙ্গে পড়ায় অল্পেতে সে ডরায় সিঁদুর রঙা মেঘে ছুটছে ঘোড়ার বেগে ! আট। উড়ে এসে জুড়ে বসা উড়ে এসে কোত্থেকে জুড়ে বসে যায় সকলের ভাগ থেকে কেড়ে কেড়ে খায় ! নয়। উত্তম মধ্যম উত্তম মধ্যম নরাধম খায় খেয়েটেয়ে ঘাড় গুঁজে বাড়ি চলে যায়। দশ। এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি মেরে মেরে তুলে রাখি বুদ্ধিতে খুব পাকা এই সুখে বেঁচে থাকা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।