আমাদের কথা খুঁজে নিন

   

তার ছেড়া পিনাক

নিঃশ্বাসে বিশ্বাসে বাঙালী

পিনাক হচ্ছে দেবতা শিবের বাদ্যযন্ত্র। আমি (অর্জুণ) দ্ব্যর্থহীন কন্ঠে বলছি, এটি একটি অনবদ্য বাদ্য যন্ত্র। তবে ভারত (রাষ্ট্রুদূত হিসেবে) যে পিনাক বাংলাদেশে পাঠিয়েছে, আমার মনে হয় সেটার তার ছেড়া। এর বেসুরো আওয়াজ শুনে, এ ব্যাপারে অনেকে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ভারতের সাথে বাংলাদেশের বিশাল দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রে বলতে চাই, ভবিষ্যতে সুষম আদান প্রদানের কথাটি বিবেচনায় রেখে এই তার ছেড়া (ডিফেক্ট) যন্ত্রটি যেন ভারত দ্রুত পাল্টে দেয়। তবে, অনুরোধ। পাল্টে দেবার ক্ষেত্রে দেবতা শিবের আর একটি যে সুবিদিত যন্ত্র আছে (যেটির পূজা করা হয়), সে রকম কিছু যেন না পাঠানো হয়। কারণ সেটাতেও যদি ডিফেক্ট ধরা পড়ে, তা ভারতের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।