আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৪১ (কে যে আমার বুকের পাঁজরে)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! কে যে আমার বুকের পাঁজরে ----------------------------- তাকে স্পর্শ করলাম জেনে গেলাম ভালবাসা নিরবে কথা বলে। তাঁর ঐ চোখ শান্ত দীঘির জল তাঁর চোখে তাকিয়েছিলাম সাগরের যত জল ঐ টলমলে চোখেতে। ও কাজল কালো মেয়ে তোমার দুঃখ কত ? আকাশের মেঘে বৃষ্টি ধরে যত। কেঁদো না মেয়ে ভেসো না চোখের জলেতে, সাজিয়ে দিব তোমায় লাল জবাতে। হঠাৎ একদিন জেনে গেলাম কখন যে জন্মে গেছে সে বুকের পাঁজরে। ৭ই ফ্রেবুয়ারী , ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৪১/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।