আমাদের কথা খুঁজে নিন

   

১১ দিন পর মাওয়ায় লঞ্চ চলাচল শুরু

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ১১ দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৭টায় এম এল মায়ের দোয়া নামে একটি লঞ্চ মাওয়া ঘাট থেকে ছেড়ে যায়। একই সময় কাওড়াকান্দি থেকে এমএল শিবচর মাওয়ার উদ্দেশে রওনা হয়।
 
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বিআইডাব্লিউটিএ'র সভাকক্ষে বিআইডাব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দু'পক্ষের সমাঝোতায় সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এমভি শাহ পরান লঞ্চটি এই রুটে চলাচল নিয়ে মালিক সমিতির আপত্তি ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই লঞ্চটিও তিন দিন পর থেকে চলবে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান ড. খন্দকার সামচুদ্দোহাসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও লঞ্চ সমিতির নেতৃবৃন্দরা।
 
 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।