আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত আম্মুর সাথে কবে নাগাদ কথা বলতে পারব?...........

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

দুই সপ্তাহ আগে ২০ ইউরোর কার্ড নিলাম আম্মার সাথে কথা বলবো বলে। বিকাল বেলা আম্মাই ফোন ধরলো কিন্তু ধরলে কি আমার ছোট ভাগ্নীটা বাইরে যাবার জন্য পাগল করে ফেলছে আম্মা কে । কি আর করা আম্মা ওকে নিয়ে বাইরে চলে গেল। আমার আর সারা সপ্তায় কথা হলো না। গত সপ্তাহে মিনিট ২০ কথা হলো আম্মু অনেক মন খারাপ করে আছে আমি কথা বলি না, নিজের মনের কথা তার সাথে শেয়ার করি না তাই।

তাকে প্রমিস কর লাম সব কথা বলবো আজকে........... দুপুর কাজ সেরে বাসায় এসে নেটে বসে থেকি আম্মা অন লাইনে আছে। কল দিলাম হায় খোদা কথা আসে দেরিতে.......... কল দিলাম মোবাইলে ৫ মিনিটে তিনবার লাইন কাটল.......। এরপর মিনিট দশেক কথা বলতেই আমার মোবাইল অটো বন্ধ হয়ে গেল............ আবার চালু করে কল দিলাম কানে এলো মাগরিবের আযান আম্মাকে বললাম তুমি নামা্য পড়ো আমি পরে কল দেই। ২০ মিনিট পর কল দিলাম .....কলিং বেলের শব্দ আমার ছোট আর বোন জামাই এসেছে...........। হায়রে আমার কপাল.....একেই বলে কপালের নাম গোপাল।

আগে যেখানে সপ্তাহে ২ / ৩ ঘন্টা কথা বলতাম আর এখন মাসেও তা হচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।