আমাদের কথা খুঁজে নিন

   

ওহে তারকা শিকারী



ওহে তারকা শিকারী- আজতক কতটা তারকা তুমি শিকার করেছ? কতটা তারকাই বা ধরা পড়েছে তোমার শিকারী জালে? তুমি কি নিজেকে কখনও তারকা ভেবেছ? অথবা, তুমি নিজে কি কোন তারকা গড়েছ? যার আলো আলতো করে ছুয়ে যাবে তোমার চাঁদকে, অথবা তুমি নিজেই চাঁদ হয়ে জোছনা ছড়াবে। যে দূরন্তে তোমার তারকাদের ছুটোছুটি, সে দূরন্তের কোথাও কি কোন চাঁদ, তোমার অজান্তে, তোমার শিকারীজালের এককোনে, অভিমানে, নিশ্চুপে জোছনা ছড়ায় তোমায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।