আমাদের কথা খুঁজে নিন

   

তিন বছর পরে দেখা হল দুবাই (আংশিক) শহর।

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

যাব,যাব করে যাওয়া হয় না। দীর্ঘদিন নাইট শিফট করার পর আজ থেকে ডে শিফট শুরু।

শিফট পরিবর্তন করার কারনে মাঝে একদিন ছুটি পেলাম। আর এই ছুটি কাজে লাগানোর জন্য প্লান করলাম এতদিন আবুধাবীতে থাকার পরও দুবাই দেখা হলো না। এই সুযোগে দুবাই দেখে আসি আর এক আত্নীয়(মামাতো ভাই)আছে তাকেও দেখে আসি। ব্যাস সকালে(শুক্রবার)বাসা থেকে(আইকাড)বের হলাম পথিমধ্য পাঠান মাইক্রো ড্রাইভার ডাকতেছে দুবাই,দুবাই উঠে গেলাম মাইক্রোতে। আনুমানিক সকাল নয়টায় পৌঁছে গেলাম দুবাই(বার দুবাই) তারপর ডেরা দুবাই থেকে বাসে উঠে ভেজিটেবল এন্ড ফ্রুট মার্কেট গেলাম।

দুবাই যাওয়ার সময় দেখা গেল বুরুজ আল আরব হোটেল,নির্মানাধীন দুবাইর সবচেয়ে বড় টাওয়ার এবং নির্মানাধীন মেট্রো রেল লাইন(উপরে অনটেষ্টের জন্য কয়েকটা বগি দেখা গেল) দুপুর বারোটা আত্নীয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম সউক(পাশে জুয়েলারী মার্কেট) বাস ষ্টেশন। এই ষ্টেশনের পাশে অনেক বাঙ্গালীর মিলনমেলা। সম্ভবত শুক্রবার ছুটি থাকার কারনে সবাই একত্র হইছে। সউক থেকে (নদীপথে ইন্জিন চালিত নৌকা করে) আসলাম বার দুবাই বাস ষ্টেশনে। তারপর বাসে আবুধাবী।

চিনি না জানি না নতুন স্থান, যদিও বছর দু'য়েক আগে দুবাই এয়ারর্পোটে গিয়েছিলাম ডিউটি ট্রিপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।