আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির রং



মন, তুমি বৃষ্টির রং দেখেছো? সে এক অদ্ভুত অভিঞ্জতা; বৃষ্টির রং, শব্দ বলে ভ্রম হয় ক্যানভাসে তার গতি অবিন্যস্ত তুলির প্রতি আচঁড়ে বিষন্নতা জীবন পায় জীবন্ত বিষন্নতার চেয়ে যন্ত্রনা আর নেই। সে এক অদ্ভুত অভিঞ্জতা! জলরঙা পৃথিবীর রামধনু যার অপূর্ব লাগে প্রেম যার কাছে অপার্থিব লাগে ঘরের মায়া যার স্বপ্নে লেগে থাকে বৃষ্টির রং তার জন্য না। মানুষ পারে না তার ভার নিতে- বৃষ্টির রং যারা দেখে প্রেম কখনো তাদের ছোঁয় না জলরঙ্গা পৃথিবীতে তারা কোন স্বপ্ন দেখে না বৃষ্টির রং, রঙ্গের বিষন্নতা তাদের চোখে খেলা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।