আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক ওপেন সোর্সের

টার্গেট মাত্র একলাখ ভিজিটর

আজকে কম্পিউটারে ওপেন অফিস ৩.১ ইন্সটল করলাম। বেশ ভালোই লাগল। সাথে সাথে এক ধরনের পাপবোধ থেকেও মুক্ত হলাম। অন্তত একটি ক্ষেত্রে হলেও পাইরেসি থেকে মুক্ত হলাম। আশা করি ধীরে ধীরে সব ক্ষেত্রে পাইরেসি থেকে মুক্ত হব।

আমি আমার পরিচিত সকলের মাঝে ওপেন সোর্স সফট এর প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি। দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। সি ডি'র জন্য আবেদন করেছি। আশা করি শীঘ্রই পেয়ে যাব।

পেয়ে গেলে উবুন্টু ব্যবহারে চেষ্টা করব। তবে মনে হচ্ছে MATLAB এর জন্য ঊইন্ডোজ ছাড়তে পারব না। তবে আশা করি নির্ভরতা কমাতে পারব। আর আমার একটি প্রস্তাব অনেকেই দেখি উবুন্টুতে মডেম সেট আপ কিংবা বিভিন্ন সফটওয়ার এর জন্য প্রায়ই হেল্প পোস্ট দেন। ব্লগারদের মধ্যে কেঊ যদি উবুন্টু এর জন্য প্রয়োজনীয় সফটওয়ার গুলি নিয়ে একটি ডিভিডি বানান,তাহলে আমার মনে হয় ভালো হয়।

আমার মত যাদের নেট স্পিড কম তাদের খুব উপকার হত। আশা করি ব্লগাররা ভেবে দেখবেন। জয় হোক ওপেন সোর্সের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।