আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ রুখসানা আক্তার

দ্য ইনভিজিবল

পাখি সমগ্র লিখবো বলে পাখিদের নীড়ে হানা দিই অবিরত। বাউন্ডুলে আধামাথায় শুন্যস্থান পূরণ করি বারবার। কোথায় মাছেদের ব্যবচ্ছেদ , কোথায় পাতায় জড়ানো ফূল ফূল গন্ধ! আমার কবিতার চারপাশে ঘুরঘুর করে অচীন সওদাগর চিনে নেয় নারীত্বকে,তুলে নেয় খোয়াড়ে নিজেকে চিনিয়ে রাখি নারী,পূর্ণাঙ্গ নারীরূপে। সওদাগর ও সওদাগর, নেবে তুলে আমায়? আমি রুখসান একাকী নিঃস্ব রুখসান! তোমার আরাধনা করি নিয়ে যাও অচীন বন্দরে। ঘুম ঘুম চোখে দেখাবো গোলাপের গঠনতন্ত্র। (উৎস্বর্গ: ব্লগার কঁাকন ও নতুন ব্লগার তাহসিন আলম ) বিস্তারিত: তাহসিন আলম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।