আমাদের কথা খুঁজে নিন

   

চার পা কাটলে ব্যাঙ কানে শোনে না

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

এক বিজ্ঞানী তার ল্যাবরেটরীতে ব্যাঙ নিয়ে গবেষণা করছিলেন। জটিল গবেষণা।

প্রথম তিন মাস তিনি ব্যাঙটাকে ট্রেনিং দিলেন। 'কথা শোনা' ট্রেনিং। তিনি যখন বলেন, "ব্যাঙ লাফ দাও" ব্যাঙ সাথে সাথে লাফ দেয়। এবার তিনি মূল গবেষণায় নামলেন। ব্যাঙকে লম্বা স্কেল টানা জায়গায় স্টার্ট লাইনে দাঁড় করালেন।

তারপর হুকুম করলেন, "ব্যাঙ লাফ দাও" ব্যাঙ লাফ দিলো। তিনি দেখলেন ব্যাঙ এক লাফে দু ফুট গেল। তিনি নোট করে নিলেন, 'ব্যাঙ চার পায়ে এক লাফে দু ফুট যায়'। এর পরদিন তিনি ব্যাঙের একটি পা কেটে দিলেন। তার পর হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'।

ব্যাঙ লাফ দিলো। তিনি দেখলেন ব্যাঙ একলাফে দেড় ফুট গেল। নোট করে নিলেন, 'ব্যাঙ তিন পায়ে এক লাফে দেড় ফুট যায়'। পর দিন তিনি আরেকটি পা কাটলেন। তার পর হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'।

ব্যাঙ লাফ দিলো। তিনি দেখলেন ব্যাঙ একলাফে এক ফুট যায়। তিনি নোট করে নিলেন, 'ব্যাঙ দু পায়ে এক লাফে এক ফুট যায়'। পরদিন তিনি ব্যাঙয়ের আরেকটি পা কাটলেন। তার পর যথারীতি তিনি হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'।

ব্যাঙ লাফ দিলো। তিনি দেখলেন, ব্যাঙ লাফে আধা ফুট গেল। তিনি নোট করে নিলেন, ' ব্যাঙ এক পায়ে এল লাফে আধা ফুট যায়'। পর দিন তিনি ব্যাঙয়ের শেষ পা' টি কাটলেন। তার পর হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'।

ব্যাঙ এবার লাফ দিলো না। তিনি আবার হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'। ব্যাঙ এবারও লাফ দিল না। আবার ও তিনি বাঁজখাই গলায় হুকুম করলেন, 'ব্যাঙ লাফ দাও'। ব্যাঙ এবার ও লাফ দিলো না।

তিনি এবার খাতায় লিখলেন...... ' চার পা কেটে ফেললে ব্যাঙ আর কানে শুনতে পায় না'।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।