আমাদের কথা খুঁজে নিন

   

তেলরং এ ছবি আকা।

আমার আগের হেডিং টা সরাই দিছি
আমি টুকটাক তেলরং দিয়ে ছবি আকি। কয়েকটা ছবিও পোস্ট করেছি এর আগে। নতুন রাজা নামক ব্লগার এর সনির্বন্ধ অনুরোধে এবার আমি লিখছি তেলরং দিয়ে আমি কিভাবে ছবি আকি হয় তা নিয়ে । আশা করবো আমার এই সামান্য জ্ঞান আপনারা যারা আগ্রহী তাদের উপকারে আসবে। ১।

উপকরন: সাদা রং এর ক্যানভাস। লিনসিড ওয়েল, তারপিন তেল। প্যালেট ( না পাইলে প্লাস্টিক এর থালা চলবে ) তেল রং (নন-টক্সিক দেখে কিনুন ) নানান ধরনের ব্রাশ (মোটা চিকন) পেন্সিল। (আমি এককালে নিউ মার্কেটে মর্ডান বলে একটা দোকান থেকে কিনতাম। ওখানেই সব পাওয়া যাবার কথা ) ২।

প্রথম কথা হলো, সব কিছুর একটা রং আছে। সব রং এর আবার নানান শেড আছে। সকল ধরনের ছবি আকার মুলে রয়েছে এই শেড গুলো আয়ত্ব করা। আপনি ধরুন সাদা রং এর মেঘের কথা। ওখানে আসলে আছে, হালকা ধুসর সাদা, গাঢ় ধুসর, ছাই রং ইত্যাদি আরো অনেক রকম।

৩। তো আমাদের কাজ হবে কোনো একটা সহজ শেপের অবজেক্ট (ধরুন ফুলদানি বা কলম ) কে তেলরং দিয়ে আকা। তেলরং এ শেড আনা বেশ সোজা, তাই শুরুতেই আপনি ফুলদানিটাকে একে ফেলুন পেন্সিল দিয়ে। খালি আউটলাইনটা। ৪।

এবার প্যালেটে হালকা করে রং মেশান। ধরুন ফুলদানির রংটা হলুদ। তাহলে আমরা ৩ টা শেড বানাবো প্যালেটে হলুদ রং এর। গাঢ় হলুদ, হালকা হলুদ আর উজ্জল হলুদ। এছাড়া ব্যাকগ্রাউন্ডের জন্য ধরুন নিল রং এর ২ টা শেড বানান প্যালেটে।

৫। প্রথমে নিলরং এর ২টা শেড দিয়ে ব্যাকগ্রাউন্ড টা আকুন। স্কেচের হালকা ভিতরে নিল রং ঢুকবে তবে পেন্সিল এর দাগ দেখা গেলে ভালো। ব্যাক্গ্রাউন্ড এর নিচের দিকে থাকবে নিলের হালকা শেড, সেটা আস্তে আস্তে নিল রং এর গাঢ় শেড এর সাথে মিশে যাবে উপরে। এই পর্যায়ে আপনি ক্যানভাসে হালকা করে ব্রাশ দিয়ে লিনসিড ওয়েলের একটা প্রলেপ দিতে পারেন।

তারপর নিল রং মারতে থাকেন। ৬। এরকম ৩ট শেড বানানো হয়ে গেলে ফুলদানিটাকে সামনে রেখে সেভাবে শেড গুলো ব্যাবাহার করুন। যেখানে আসল ফুলদানির শেডটা কঠিন মনে হবে সেখানে আপনার ৩ টা শেডের সবচে কাছাকাছি যেটা ম্যাচ করবে সেটা ব্যাবাহার করুন। দরকার মতো তেল লাগিয়ে নিন ব্রাশে।

অনেকে অবশ্য ড্রাই ব্রাশ ও ব্যাবাহার করতে পছন্দ করেন। তবে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড টাকে ভালো মতো শুকাতে দিতে হবে। ব্যস। খেলা খতম । ধন্যবাদ এর সাথে আমার আকা কিছু ছবি জুড়ে দিলাম।

দেখুন
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।