আমাদের কথা খুঁজে নিন

   

শুধু চন্দন চর্চিত হাত একবার ছোঁয়াও কপালে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

উহ! কি রোমান্টিক! কিন্তু আমি স্রেফ সিএনজির গন্ধ পাচ্ছি। ইদানিং প্রেম দেখলে জ্বালানীর কথা মনে পড়ে। ক্রমশ পৃথিবীর খনিজ নিঃশেষিত হয়ে যাচ্ছে। যে হারে উগরাচ্ছে ফরহাদরা - রীতিমত শিরির ওজন স্তরে ক্ষয় লেগেছে। তা যা বলছিলাম, রোমান্টিক একটা গাড়ীতে চড়ে রোমান্টিক একটা ফোনকলের পরে কোথায় গন্তব্য হতে পারে কল্পনা করুন।

নিশ্চয়ই চন্দন চর্চিত হাতের স্পর্শ। উহু! হোলো না। গন্তব্য হলো পেট্রোল পাম্প অধুনা সিএনজি স্টেশন। কিন্তু গ্যাসের আবার গন্ধ কিসের - পুরা নন-রোমান্টিক। মনে পড়ে সেই পেট্রোলের দিন, কি রোমান্টিক গন্ধ ভাসতো গন্তব্যে।

জ্বালানী চেঞ্জ তো সব চেঞ্চ, প্রেম হয়ে গেছে ফকফকা। চন্দন চর্চিত হাতের চেয়ে কদুর বিচির ভর্তা - অনেক বেশী প্রেমময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.