আমাদের কথা খুঁজে নিন

   

বাসে মহিলা আসন



আমরা মনে হয় বাংলা পড়া ভুলে গিয়েছি। বাসে স্পষ্ট লেখা থাকে “মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ৯টি সংরক্ষিত আসন”। কিন্তু সেই সীটগুলো কাদের দখলে? সেখানে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের অদম্য সাহসী তরুণ, কর্পোরেট কালচারের তুখোড় স্মার্ট এক্সিকিউটিভ, সুশীল সমাজের পরম বোদ্ধা। দু-তিন জন মহিলা দাঁড়িয়ে আছেন, আমার নিজ চোখে দেখা। যতক্ষণ পর্যন্ত না ড্রাইভার খেউ খেউ করে বলে উঠছে “ভাই মহিলা সীট গুলি ছাইড়া দ্যান” ততক্ষণ পর্যন্ত কারো ওঠার নাম নেই। এমনকি এর পরও কেউ কেউ বসেই থাকেন। মনে হয় আমরা বোধহয় বাংলা পড়া ভুলে গিয়েছি তাই কথাটা পড়তে পারিনা। বাইরে, এমনকি ইন্ডিয়াতেও দেখেছি মহিলা সীটে পুরুষেরা বসেন, কিন্তু যে মুহূর্তে একজন মহিলা ওঠেন ওমনি তিনি সীট ছেড়ে দেন, কারো বলার দরকার হয়না। আমরা কবে বাংলা পড়তে পারবো, আর মহিলা সীট ছেড়ে দিতে শিখবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।