আমাদের কথা খুঁজে নিন

   

আজ তোমায় মুক্তি দিলাম

কিছু কিছু মানুষ মাঝে মাঝে খুব অচেনা হয়ে যায় । খুব আপন মানুষ মাঝে মাঝে দূরে চলে যায়। কিছু কথা, কিছু স্মৃতি, মাঝে মাঝে খুব কষ্ট দিয়ে যায় ..... :'( তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ ! আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস ! অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে ! ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে ! . কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...! বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!! কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!! স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না... আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা... সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!! তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।