আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভ ঠেকাতে জুমার নামাজ নিষিদ্ধ করেছে চীন



১০ জুলাই, শুক্রবার (আরটিএনএন)- সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী জাতিগত সহিংসতা পরবর্তী বিক্ষোভ ঠেকাতে মুসলমান অধ্যুষিত চীনের উরমকিতে আজকের জুমার নামাজ নিষিদ্ধ করেছে দেশটি। চীনের জিনজিয়াং প্রদেশের আঞ্চলিক রাজধানীর মসজিদসমূহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। Click This Link উরমকির উইঘুর বাজার জেলাসহ বেশ কয়েকটি মসজিদে নোটিশ সেঁটে শুক্রবারের জুমার নামাজ বাতিলের বিষয় জানানো হয়। নোটিশে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজ থেকে সাধারণ প্রার্থনা বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, যে কেউ ইচ্ছে করলে তাদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।