আমাদের কথা খুঁজে নিন

   

ছাতা উড়ানোর দিন এবং লোপামুদ্রার একটি বৃষ্টির গান

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

(আমাদের সবার প্রিয় টুশকিমণি ও তার বন্ধুদের জন্যে বৃষ্টির এই গান) ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্বজোড়া ছেলেবেলা মানে অবাক বিশ্বভরা আয় বৃষ্টি চলে সেই কিশোরের কোলে গেরস্থালি ফেলে কিচ্ছুটি না বলে ধোপাপুকুর ঘাটে মতিঝিলের মাঠে বিপন্ন রাজপাটে দেখ না আজো হাঁটে কোন ছেলেটা ভ্যালভেলেটা বৃষ্টিবাড়ি যাবে ওইপথের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি কথাই ভাবে ভাবতে ভাবতে চললো ফিরে সেই তিরতির নদীর তীরে কাল যাবে সে বাড়ি পরশু যাবে ঘর ঘর মানে তার বৃষ্টিমোহন ভুবন চরাচর সে ভুবনে আপনমনে নাম না জানা স্বপন বুনে হা রে রে আকাশজুড়ে বাঁধনহারা বৃষ্টি হতো ইকির-মিকির চাম-চিকির ফন্দি-ফিকির বৃষ্টি হতো ................................................................ টুশকিমণি ও তার বন্ধুদের জন্যে গানটা করেছেন লোপামুদ্রা মিত্র কথা ও সুর কার জানি না। কেউ জানলে আওয়াজ দিয়েন। টুশকিমণি ও তার বন্ধুদের জন্যে ছবিটা এঁকেছে আমার এক শিল্পী বন্ধু আফসানা শারমিন ঝুম্পা। গানটির অডিও লিঙ্ক: (যারা শুনেন নি-- সবাই শুনতে পারেন) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।